হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য,শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. খালেদ শওকত আলী বলেছেন, যে সন্তানের জন্য আমার এই লাল-সবুজ পতাকা যে লোকটি ৪ হাজার ৮২ দিন কারাগারে কাটিয়ে আমাদের একটি স্বাধীন বাংলাদেশ দিয়ে গেল, কি অপরাধে তিন বছরের মাথায় ৭৫ এর ১৫ ই আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হলো। আজকে আমাদের উপলব্ধি করতে হবে বাঙালি জাতিকে জানতে হবে কারা সেই হত্যার ষড়যন্ত্রকারী। কারা সেদিন ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু কে হত্যা করেছিল। যদি আমরা সেই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে না পারি মনে রাখবেন সেই ষড়যন্ত্রের শিকার হবে আমাদের এই বাংলাদেশ। শনিবার ১৯আগস্ট নড়িয়া ডিঙ্গামানিক ইউনিয়নে সর্বস্তরের জনগণের আয়োজনে পন্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার খালেদ শওকত আলী এ কথা বলেন। তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রকারীদের আজ আমাদের চিনতে হবে কারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছিল। হত্যা করেছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন মুজিবকে এবং বঙ্গবন্ধুর সপরিবারকে। হত্যা করেছিল যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি এবং অন্তঃসত্ত্বা অর্জুমনীকে। আর হত্যাকান্ড ঘটিয়েছে আমেরিকা, আর হত্যাকান্ডের মাস্টার মান খুনি জিয়াউর রহমান। খুনি জিয়াউর রহমানের মরনোত্তর বিচার দাবি করছি। তার সন্তান খুনি দুর্নীতিবাজ তারেক রহমানকে দেশে এনে কারাগারে প্রেরণ করতে হবে।
নড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুন্সির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভূমখাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল ঢালী, নড়িয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, দেওয়ান আব্দুল বাতেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মৃধা, সখিপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহীন খান জয়, মোহাম্মদ কাইয়ুম, অপু মৌলভী, ডিঙ্গামানিক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন, চান মিয়া মাঝি, আওয়ামী লীগ নেতা হিরন দেওয়ান, জুয়েল মল্লিক, সাবেক মেম্বার শামসুল হক হাওলাদার, মাসুম হাওলাদার,ফারুক হোসেন তারেক, যুবলীগ নেতাক করিম ছৈয়াল প্রমুখ।