শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৬

জাজিরা প্রাঃ শিক্ষা অফিসে আইন অমান্য করে চলছে বদলি বানিজ্য

জানুয়ারি ২৮, ২০২৩            

শাওন বেপারী, স্টাফ রিপোর্টারঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ক্ষেত্রে প্রতিস্থাপন বদলিতে অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিলো ৮ই জানুয়ারি।যারা আবেদন করেছে তারাই কেবল বদলি হতে পারবে। এ বিষয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা  অধিদপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়, অনলাইন শিক্ষক বদলির আদেশ সমূহে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির ক্ষেত্রে বিদ্যালয়ে শ্রেষ্ঠ পদসহ পাঁচজন শিক্ষক এর কর্মরত পদ নিশ্চিতকরণ করে বদলি করা যাবে,অন্যথায় নয়।কিন্তু এ আদেশ অমান্য করে শরীয়তপুর জেলার জাজিরা সহ অন্যান্য উপজেলায় উপটৌকন ও সুবিধার মাধ্যমে বদলির অভিযোগ পাওয়া গেছে।

গত ২৩শে জানুয়ারি সমস্ত দেশের ন্যায় শরীয়তপুর প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্যপদে যোগদান করেন সদ্য নিয়োগ প্রাপ্ত প্রাথমিক শিক্ষকগন।এর পরপরি পুরাতন শিক্ষকগনেরা আবেদন কৃত প্রতিস্থাপন বদলির আবেদন অনুযায়ী নতুন কর্মক্ষেত্র স্কুল গুলোতে যোগদান ও পাঠদান করেন।কিন্তু কিছু প্রধান শিক্ষকেরা কয়েক জনকে যোগদান করতে দেননি।কারন হিসাবে তাদের পুরাতন স্কুলের শিক্ষক সংখ্যার কথা উল্লেখ করেন।ঐ সকল শিক্ষকেরা ক্ষোভে ও দূঃখ নিয়ে বলেন, তাহলে যারা যোগদান করেছে তাদের মধ্যে অনেকেই আছেন এমন সমস্যায়, তারপরও তারা কিভাবে যোগদান করলো?

শিক্ষকদের অভিযোগ অনুযায়ী সহঃ শিক্ষক তানজিলা মাতৃত্মকালিন ছুটিতে থাকা অবস্থায় হাওলাদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে।সহঃ শিক্ষক রাশিদা খানম ৫১নং দিয়ারা গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে।অথচ মাতৃত্য কালিন ছুটিতে থাকা অবস্থায় কোন শিক্ষক প্রতিস্থাপন বদলির আবেদন করতে পারে না।আবার যে অনলাইনে আবেদনি করে নি সে কিভাবে অন্যথায় যোগদান করে? এমন শ’ খানেক অভিযোগের তীর জাজিরা উপজেলা শিক্ষা অফিসের দিকে।

এ নিয়ে জাজিরা উপজেলা শিক্ষা অফিসার আঃ সোবাহান মিয়াকে মুঠোফনে কয়েকবার ফোন দিলে তিনি বলেন,আমি এ ব্যাপারে কোন চিঠি দিয়েছি বলে আমার জানা নেই।তবে এগুলো এখন অনলাইনের মাধ্যমে হয়।পরে খোঁজ  নিয়ে বলা যাবে।

প্রাথমিক শিক্ষা অফিসের  অনলাইনের উপর ভর করে ভুলভাল কথা কতোটা সমীচীন। অনলাইনে ভুল তথ্য দিলে, অনলাইনের ভুল নাকি যে অফিসার কাজ করে তার ভূল? এভাবেই জুনিয়ার কে সিনিয়র,বদলি বানিজ্য করে, অনলাইনের ভুল বলে, কার্যসিদ্ধ করে আসছে অফিসগুলো। এমন আইন অমান্য করার প্রবনতা কমাতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টিচান সহকারী প্রাথমিক শিক্ষকেরা।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur