মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৯

শরীয়তপুর পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ১, ২০২২            

শরীয়তপুর পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে  শাহ আলম মোল্লা  (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর  সকালে রুদ্রকর  ইউনিয়নের ঘটক রাজ গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত শিশু শাহআলম ঘটক রাজ গ্রামের কদম আলী মোল্লার ছেলে।

নিহতের বাবা কদম আলী মোল্লা জানান, আমার ছেলে ৩১ শে আগস্ট দুপুর ১ টার  দিকে গোসল করে আসে তার পরে আবার কোথায় যেনো চলে যায়। বুধবার দুপুরে  শাহ আলম কে  অনেকক্ষণ না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। এলাকার মসজিদের মাইক দিয়ে এনাউন্স করা হয়, একপর্যায়ে বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর সকালে আমার বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে  মরদেহ উদ্ধার  করা হয়।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু খবর পাওয়ার সাথে সাথে আমি  সাব-ইন্সপেক্টর ইব্রাহিমকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠাই। এলাকার জনপ্রতিনিধি ও এলাকা বাসীর সহায়তায় শিশু শহআলমের দাফন সম্পুর্ণ করা হয়েছে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur