হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে নড়িয়া উন্নয়ন সমিতি নুসার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ আগস্ট নড়িয়া উন্নয়ন সমিতি নুসার কার্যালয় চত্বরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উন্নয়ন সমিতি নুসার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মিস মাজেদা শওকত আলী।
প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, শরীয়তপুর -২ নড়িয়া-সখিপুর সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, নুসার কার্যকরী উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার খালেদ শওকত আলী।
নড়িয়া উন্নয়ন সমিতি নুসার চেয়ারম্যান এ্যাডভোকেট ফিরোজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উন্নয়ন সমিতি নুসা’র ভাইস চেয়ারম্যান ডা.তানিয়া খালেদ আলী, নুসার পরিচালনা পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজ বেপারী, আব্দুর রহমান ঢালী, আব্দুল লতিফ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আলী আজগর চুন্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, নুসার যুগ্ম-পরিচালক জয়দেব কুন্ডু,
উপপরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, চীফ অডিটর মোঃ ফারুক হোসেন,নড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক তারেকুল ইসলাম নিরব, শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালের পরিচালক মোহাম্মদ জামাল মল্লিক, নড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ কামাল মৃধা, নুসা’র এরিয়া ম্যানেজার আমির হোসেন আমু প্রমুখ।