শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:২০

অতিরিক্ত ভাড়া ও দুর্ব্যবহারের দায়ে জাজিরায় ৬টি পরিবহনকে ১ লাখ টাকা জরিমানা

জুলাই ৯, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

ঈদে বাড়ি ফেরা যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সাথে দুর্ব্যবহার এবং বলপ্রয়োগের অভিযোগে জাজিরায়, শরীয়তপুর পরিবহন, শরীয়তপুর সুপার সার্ভিস, পদ্মা এক্সপ্রেস, গ্লোরী পরিবহন, ফেম পরিবহন ও প্রচেষ্টা পরিবহনকপ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  যাত্রীদের অভিযোগের ভিত্তিতে শনিবার বিকালে পদ্মা সেতু এলাকার জাজিরায় এই জরিমানা করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল বলেন, জাজিরা উপজেলায় যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, যাত্রীদের সাথে দুর্ব্যবহার এবং বলপ্রয়োগের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে শরীয়তপুর পরিবহন, সুপার সার্ভিস, পদ্মা এক্সপ্রেস, গ্লোরী পরিবহন, ফেম পরিবহন , প্রচেষ্টা পরিবহন কে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কয়েকটি বাসকে যাত্রীদের টাকা ফেরত দিতে বাধ্য করা হয়েছে।

অভিযান পরিচালনায় পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশের সহকর্মীগণ এবং শেখ রাসেল ক্যান্টনমেন্টের সেনা সদস্যগণ সহায়তা করেন। যাত্রীদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur