শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:১৭

শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে বন্ধ্যাত্ব ব্যবস্থাপনা’ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

ফেব্রুয়ারি ২, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে প্রাথমিক স্তরে বন্ধ্যাত্ব ব্যবস্থাপনা’ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা আড়াইটায় শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে এই বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

বৈজ্ঞানিক সেমিনারে”প্রাথমিক স্তরে বন্ধ্যাত্ব ব্যবস্থাপনা” বিষয়ে বক্তব্য রাখেন অবস অ্যান্ড গাইনি কনসালট্যান্ট, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তার তানিনা খালেদ আলী।

শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান ডাক্তার খালেদ শওকত আলীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন শরীয়তপুর সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী)ডাক্তার হোসনেআরা বেগম, ডাক্তার মনিরুজ্জামান, জুনিয়র কনসালটেন্ট ডাক্তার কাজী শাহ মোঃ আব্দুল্লাহ, শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুমন কুমার পোদ্দার, সহকারী সার্জন ডাক্তার মোহাম্মদ মফিজুর রহমান স্বপন। সঞ্চালনা করেন ডা. মোঃ কাওসার মাদবর।

 

 

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur