শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১০:৪৫

শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে ২০ টাকায় দেখাতে পারবেন ডাক্তার

মে ২৯, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুর জেলার অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে ১ জুন থেকে শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে সকল রোগের চিকিৎসার জন্য ডাক্তার ফ্রী মাত্র ২০ টাকা।

মুমূর্ষু রোগীদের আনা-নেওয়ার কাজে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স। সব সময় খোলা থাকে জরুরি বিভাগ।

শরীয়তপুর জেলার অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবার চিত্র পাল্টে দিতে ২০ টাকায় ডাক্তার ফ্রী চালু করেছে শরীয়তপুর স্পেশালাইজড হসপিটাল। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সেবা দেওয়া হবে।

শরীয়তপুর পৌরসভা সংলগ্ন শহীদ মিনারের দক্ষিণ পাশে শরীয়তপুর স্পেশালিস্ট হসপিটাল অবস্থিত।

এই হাসপাতালে ডায়াবেটিস, হৃদ রোগ, চর্ম ও যৌন, অর্থোপেডিক অপারেশন, প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবা, শিশু চিকিৎসা, পরিবার পরিকল্পনা ও স্থায়ী বন্ধ্যাকরণ, ঠোঁট কাটা অপারেশন, স্ত্রীরোগের চিকিৎসা, সকল ধরনের অপারেশন, আই সি ইউ, এন আই সি ইউর ব্যবস্থা। ফিজিওথেরাপি, নাক, কান, গলার চিকিৎসা দেওয়া হয়। সিটি স্ক্যান, ইকো, ডিজিটাল এক্স-রে, ইসিজিসহ সবধরনের প্যাথলজিক্যাল পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur