মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ১:২৫

প্রধানমন্ত্রীর উদ্ধোধনের অপেক্ষায় শরীয়তপুরে ২৬০টি আশ্রয়ণ প্রকল্প,গৃহহীনমুক্ত হবে সদর উপজেলা

মার্চ ২০, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে আগামী ২২মার্চ সারাদেশের সাথে একযোগে প্রধানমন্ত্রী শরীয়তপুর জেলায় চতুর্থ ধাপে ২৬০টি আশ্রায়ণ প্রকল্পের ঘর  উদ্ধোধন করবেন। এর সাথে সাথেই শরীয়তপুর সদর উপজেলা গৃহহীনমুক্ত জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।  সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা প্রশাসক।

শরীয়তপুর জেলা প্রশাসনের সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের দেয়া তথ্য মতে, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ প্রকল্পের ৩য় পর্যায়ের অবশিষ্ট ৮ হাজার ২১০টি এবং ৪র্থ পর্যায়ের ৪৯ হাজার ৪২৭টি ঘরের মধ্যে ইতোমধ্যে নির্মিত ২৯ হাজার ৫৭৯ টি ঘর ভার্চুয়ালি উদ্বোধনপূর্বক উপকারভোগীদের কাছে জমির কবুলিয়ত, নামজারি খতিয়ান ও দাখিলা হস্তান্তর করবেন। এদিন ২২ মার্চ ২০২৩ তারিখ শরীয়তপুর জেলার সদর উপজেলায় ৪০টি, জাজিরা উপজেলা নদী ভাঙন কবলিত এলাকা হওয়ায় “চরাঞ্চলের বিশেষ শ্রেণির ঘর” ১৩৩টি, ভেদরগঞ্জ উপজেলায় ৪৩টি এবং গোসাইরহাট উপজেলায় ৪৪টি, সর্বমোট ২৬০টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে জমির দলিলসহ আনুষঙ্গিক কাগজপত্র হস্তান্তর করা হবে ও ঘরের দখল বুঝিয়ে দেয়া হবে। এছাড়াও এদিনে শরীয়তপুর সদর উপজেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের সর্বমোট ৩০২ টি গৃহ প্রদানের মাধ্যমে উক্ত উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ তালুত,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র প্রমুখ।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষ্যে ২০২০ সালের ৭মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন এ প্রকল্পের মাধ্যমে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক টিনশেড সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৬৬ হাজার ১৮৯টি, দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি এবং ৩য় পর্যায়ে ৬৫ হাজার ৬৭৪ টি ঘরের মধ্যে ৫৭ হাজার ৪৬৪টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur