বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ২:৫১

পানি সংকটে চরম দুর্ভোগে নড়িয়া পৌরবাসী

এপ্রিল ২৭, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

পানির চরম সংকটে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নড়িয়া পৌরবাসীকে। পৌর এলাকার অর্ধেক নাগরিককেও পানি সরবরাহ করতে পারছে না পৌরসভা।

দীর্ঘদিন ধরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পাম্প নষ্ট থাকা ও পানি সরবরাহের পাইপলাইন পুরোনো হয়ে যাওয়ায় ঠিকমতো পানি আসছে না। ফলে পানি যারা পাচ্ছেন, তারাও সরবরাহের ধীরগতি ও যখন-তখন আসা-যাওয়ার কারণে বিপাকে পড়ে যাচ্ছেন।

এ বিপুল সংখ্যক জনগোষ্ঠীর প্রতিদিনের পানি সরবরাহের জন্য পৌরসভার রয়েছে মাত্র দু’টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এর একটি নড়িয়া পৌরশহরের পূর্ব-উত্তর কোনায় এবং অপরটি নড়িয়া কলেজের কাছে। এর মধ্যে ৩মাস ধরে নড়িয়া কলেজের সাথে থাকা পানির পাম্পটি নষ্ট হয়ে আছে।

নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, বাড়িতে পৌরসভার পানির লাইন আছে। তবে পানির সরবরাহ এতো কম যে, তা কোনো কাজেই আসে না। টিপটিপ করে পানি আসে, অথচ বিল দিতে হয় নিয়মিত।

পাম্প চালক সোহেল বলেন কিছুদিন হয় পানির পাম্পটি নষ্ট হয়েছে। মাস খানেক সময় লাগবে ঠিক করতে।

এবিষয়ে নড়িয়া পৌর মেয়র এ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, পাম্পের জন্য একটি আবেদন করা হয়েছে, তা এখন চিফ ইঞ্জিনিয়ার এর কাছে রয়েছে। শীঘ্রই মেরামত বা নতুন স্থাপন করা হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur