শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৪

নড়িয়ায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন যুবলীগ

মে ৪, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শ্রমিকের অভাবে ধান কাটতে না পারা কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে নড়িয়া উপজেলা যুবলীগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা.খালেদ শওকত আলীর আহবানে, বৃহস্পতিবার ৪মে সকালে নড়িয়া উপজেলার মাজেদা হাসপাতালের পাশে কৃষক উজ্জ্বল খানের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়। বৈশাখী ঝড়ের আগেই ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষক উজ্জ্বল খান।

ধানকাটায় অংশ নেন- নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল ঢালী, সাবেক কাউন্সিলর উজ্জ্বল বন্দুকসী, নড়িয়া পৌরসভা ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহিন খান, উপজেলা যুবলীগ নেতা নিপু ছৈয়াল, তপন ছৈয়াল, এম,এম শামীম সহ সাবেক ছাত্রলীগ ও যুবলীগের প্রায় ৫০ জন নেতাকর্মী।

কৃষক উজ্জ্বল খান বলেন, ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে কাটাতে পারছিলাম না। তাই পাকা ধান ঘরে তুলতে পারছিলাম না। ডাক্তার খালেদ শওকত আলীর নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা খবর পেয়ে আজ আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। বিনামূল্যে তারা ধান কেটে দেওয়ায় আমি অত্যন্ত খুশি। যুবলীগের নেতারা সব সময় কৃষকের পাশে থাকবে বলে প্রত্যাশা করছি।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur