শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১:০৩

গোসাইরহাটে পানি আনতে গিয়ে বজ্রপাতে ১ জনের মৃত্যু

মে ২৩, ২০২৩            

শাহেদ আহমেদ, গোসাইরহাট থেকেঃ

শরীয়তপুরে গোসাইরহাটে টিউবওয়েল থেকে আনতে গিয়ে বজ্রপাতে ১জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩-মে)) বিকেলে সাড়ে তিন ঘটিকায় উপজেলার কোদালপুর ইউনিয়নের রসিদ সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাঈনউদ্দিন মান (২৭) পেশায় একজন কৃষক। তার বাড়ি ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ৭ নং ওয়ার্ড ঢালি কান্দি এলাকার মৃত ছাত্তার মান্দের ছেলে। মৃত মোহাম্মদ মাইনুদ্দিন কোদালপুর ইউনিয়নে শশুর বাড়ীর এলাকায় জমি কিনে বসবাস করতেন।

কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এস এম মিজানুর রহমান সরদার বলেন, আমার ইউনিয়নার রসিদ সরদার পাড়া গ্রামে মহিউদ্দিন মান এর ছেলে মাঈনউদ্দিন বিকেল বেলা বাড়িতে খাবার পানি আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাঈনকদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, কোদালপুরে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur