শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৭:০২

গোসাইরহাটে চোর চক্রের ৩জন আটক, চুরি হওয়া ৪গরু উদ্ধার

মে ১৩, ২০২৩            

শাহেদ আহমেদ বাবু,স্টআফ রিপোর্টারঃ

শরীয়তপুর জেলায় চুরি হওয়া ৪টি গরু উদ্ধার করেছে গোসাইরহাট  থানা পুলিশ। একই সঙ্গে চোর চক্রের তিন সদস্য আটক করা হয়েছে এবং তাদের তাদের বাড়িতে আরো ২১টি গরুর সন্ধান পাওয়া গেছে। শুক্রবার দুপুরে স্থানীয় দাশের জঙ্গল বাজারে গরু বেচাকেনার সময় হাতেনাতে তাদেরকে আটক করেন। চোরাই গরু সহ তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়। শনিবার ১৩মে উপজেলার  মিলন মিয়া হাওলাদার (৪৪) নামের এক ভুক্তভোগী চুরি মামলা করেন।

এসময় গরুচোর আটক হওয়ায় জেলার বিভিন্ন এলাকায় চুরি যাওয়া গরুর বেশকয়েক জন তাদের গরুর সন্ধানে আসেন গোসাইরহাট থানায়।

গরুচুরির সাথে সম্পৃক্ত থাকায় -১. হযরত আলী মোল্লা (২৭), ২. নাজিম উদ্দিন মোল্লা (১৯), ৩. মহি মোল্লা (৩২), সর্ব পিতা. ওসমান মোল্লা, ৪. ওসমান মোল্লা (৫৫), পিতাঃ মৃত ছিডু মোল্লা, সর্ব সাং পূর্ব কোদালপুর পারেকের চর, ৫. জসিম মোতাইত (৫০), পিতা নুর মোহাম্মদ মোতাইত, সাং পশ্চিম বিশকাটালী, ৬. দুদু মিয়া হাওলাদার (৩৫), পিতা মৃত খালেক হাওলাদার, সাং চর মাইজারী, ৭. খোকন কাজি (৪২) পিতা মৃত সোবহান কাজি,সাং দিসকুল, শিধলকুড়া, ডামুড্যা, ৮.আজাহারুল মালত (৪৫), পিতা সুলতান মালত, ৯. আবুল কাশেম বেপারি(৪৭), পিতা মৃত আব্দুল হক বেপারী, উভয় চর বাহের চর নীল কমল, হাইমচর, চাঁদপুর জেলা৷ চোরাই গরু বিক্রির সময় তাদের মধ্যে তিন জনকে আটক করেন৷

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার বলেন, গরু চুরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন গরুচোর সহ চারটি গরু উদ্ধার করেছি। উদ্বারকৃত গরু প্রকৃত মালিকের কাছে হস্তান্তর পূর্বক গরুচোরদেয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur