শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১২:৫০

গোসাইরহাটে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে কবুতর ও বাসা বিতরণ

মার্চ ৬, ২০২৩            

মো . সাহেদ আহমেদ, গোসাইরহাটঃ

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চর ধীপুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে কবুতর ও বাসা বিতরণ করলেন জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান। সোমবার ৬মার্চ এ কবুতর ও বাসা বিতরণ করা হয়। এসময় তিনি কবুতরের পালনের পাশাপাশি সবজি চাষের জন্য আহবান জানান। এরপর জেলা প্রশাসক মহিষকান্দি আশ্রয়ণ প্রকল্পে একটি উঠান বৈঠকে অংশ নেনে। সেখানে তিনি উপকারভোগীদের বিভিন্ন বিকল্প কর্মসংস্থানে যুক্ত হওয়ার পরামর্শ দেন। শিশু সন্তানকে স্কুলে পাঠাতে, কন্যা সন্তানকে বাল্যবিবাহ না দিতে,  মাদকগ্রহণ থেকে বিরত থাকতে ও জঙ্গিবাদে না জড়াতে সবাইকে অনুরোধ করেন। এরপর তিনি কোদালপুরে নির্মাণাধীন ৪র্থ পর্যায়ের ঘরের নির্মাণ কাজ ও নির্মাণ সামগ্রী পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন। কাজের গুণগত মান ঠিক রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেন। এসময় গোসাইরহাট উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির, সহকারী কমিশনার ভূমি, ইউনিয়ন চেয়ারম্যান,  পিআইও সহ জনপ্রতিনিধিগণ উপস্থিতি ছিলেন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur