মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৭:০৫

৯জন আটক হলেও ধরা পড়েনি নড়িয়ায় পুলিশকে মেরে ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ীরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর জেলার নড়িয়ায় ইপজেলায় পুলিশকে মারধর করে দুই জন মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অপরাধে ৯জন আটক হলেও এখনো ধরতে পারেনি পুলিশকে মারধর করে  মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নেওয়া মুলহোতা  আক্কাস মাদবর (৫৫) ও ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ী রবিন মাদবকে।

পুলিশকে মারধর করে আসামী ছিনিয়ে নেওয়ার অপরাধে  আক্কাস মাদবর ও রবিন মাদবরসহ ২৩ জনকে আসামী করে ও মাদক মামলায় ৪জনকে আসামি করে এসআই ইকবাল বাদী হয়ে নড়িয়া থানায় ২টি মামলা দায়ের করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আক্কাস মাতবর ও রবিন মাদবরের সহযোগী ৯জনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। তবে আটক ও মামলার আসামীদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ হাফিুজুর রহমান বলেন, গত ১৩ ফ্রেরুয়ারী সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফরহাদের নেতৃত্বে কেদারপুরের চন্ডিপুরে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী রবিন মাদবরসহ দুই জনকে আটক করা হয়। মাদক ব্যবসায়ীদের আটকের খবর পেয়ে মাদক ব্যবসায়ী রবিনের বাবা আক্কাস মাদবর দলবল নিয়ে পুলিশের উপর হামলা করে এএস আই ফরহাদকে মেরে হাত পা ভেঙ্গে দেয়। তার পায় ৩ জায়গা দিয়ে ভেঙে যায় এবং দুটি হাতের অবস্থা গুরুতর। এসআই ফরহাদ ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নেওয়া এবং পুলিশের উপর হামলার ঘটনায়  ২৩জনকে আসামী করে ও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের নামে মামলা এবং  মাদক আইনে ৪জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে । এরমধ্যে ৯জনকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ী রবিন মাদবর ও হামলার মূল হোতা আক্কাস মাদবরসহ বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

 

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur