মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৩

৬দফা দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের আলোচনা সভা

জুন ৮, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

৭ই জুন ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭জুন বিকাল ৫টায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী,

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন, সদস্য এ্যাডভোকেট আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur