হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
৭ই জুন ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭জুন বিকাল ৫টায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী,
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন, সদস্য এ্যাডভোকেট আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন প্রমুখ।