শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:৪১

হাজার মোমবাতি প্রজ্বালন করে শরীয়তপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

ডিসেম্বর ১৪, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শরীয়তপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে এক হাজার মোমবাতি প্রজ্বালন করা হয়। এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। তিনি বলেন, ‘দেশ থেকে মেধাশূন্য করতে সেই দিন যারা হত্যাকাণ্ড চালিয়েছে তারাই হচ্ছেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইফুল হক, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও শরীয়তপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর আলোচনাসভা দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা আয়োজন করেছেন  শরীয়তপুর জেলা প্রশাসন ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur