১৪ অক্টোবর ৪২ নং চামটা সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভাবনা অনেক। সে ভাবনার অংশ হিসেবে, তার স্বপ্নের সারথি হিসেবে যার যার এলাকা থেকে কাজ করতে হবে। সেই ভাবনা থেকে আমি একটা পরিকল্পিত স্মার্ট নড়িয়া ও সখিপুর গড়ে তুলতে চাই।”
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করার লক্ষে তিনি ছুটে বেড়াচ্ছেন নড়িয়া-সখিপুরের প্রতিটি মানুষের দাঁড়ে দাঁড়ে। নিয়মিত গণসংযোগ ও উঠান বৈঠক করে চলছেন নড়িয়া সখিপুরের তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠণের নেতা কর্মীদের নিয়ে।
উক্ত উঠান বৈঠকে তিনি আরো বলেন, “আমাদের লক্ষ্য হলো নড়িয়া-সখিপুরের নতুন প্রজন্মকে ‘স্মার্ট সিটিজেন’ হিসেবে গড়েতোলা। এই অঞ্চলের অনেক মানুষ দেশের বাইরে থাকে, তাদের রেমিটেন্স আমাদের দেশের জন্য খুব জরুরী। আমরা আমাদের এই প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলবো, যেন তারা দেশে ও দেশের বাইরে সমানভাবে গৌরবের সাথে কাজ করে যেতে পারে। এভাবে নাগরিক পর্যায় থেকে সরকারের সর্বস্তরে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমরা স্মার্ট নাগরিক গড়ব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।”
তারপর উপস্থিত জনতার কাছে তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরে বলেন, “উন্নয়ন-অগ্রগতির ধারাকে অক্ষুণ্ন রাখতে একসঙ্গে কাজ করতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি হবে। শেখ হাসিনা পুনরায় নির্বাচিত না হলে এই দেশ আবার পিছিয়ে যাবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোনো অপশক্তি পরাজিত করতে পারবে না। সরকারের উন্নয়ন-অর্জন জনগণের ঘরে ঘরে গিয়ে প্রচার করতে হবে। শিশুরা বিনামূল্যে বই পাচ্ছে, বৃদ্ধ বাবা মায়েরা ভাতা পাচ্ছে, গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক হচ্ছে, মানুষের দুর্ভোগ কমেছে, সবকিছুই দৃশ্যমান।
নিজের স্বার্থ না দেখে দেশ-জাতি ও দলের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। আমাদের নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।”
এসময় উপস্থিত ছিলেন চরভাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান মাস্টার, চামটা ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি গাজী সুলতান আহমেদ, জেলা পরিষদের সদস্য আলী আজগর চুন্নু, নড়িয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বি এম মনির, নড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুন্সিসহ প্রমুখ।