হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে কটাক্ষ করে দৈনিক প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শরীয়তপুরের বীর মুক্তিযোদ্ধারা। সোমবার (৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পযর্ন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেছে। এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, দেশের স্বাধীনতা নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারা মুক্তিযোদ্ধারা জীবিত থাকতে এ ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না। প্রয়োজনে আরো একটি যুদ্ধ করতে তারা প্রস্তুত।
এ সময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, আব্দুর রহমান খান, আব্দুর রহমান মৃধা, আব্দুর রাজ্জাক সরদার, মাহবুবুর রাজ্জাক, আব্দুল আজিজ সিকদার, জানে আলম মুন্সী, আলিম উদ্দিন শেখ প্রমুখ।