শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৪

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় যুবলীগের শ্রদ্ধা

জানুয়ারি ১০, ২০২৩            

মোঃ জামাল মল্লিক, শরীয়তপুরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় যুবলীগের নেতাকর্মীরা।

সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

এসময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার খালেদ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সহ  বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া  ও মোনাজাত করা হয়।

এরআগে আওয়ামী লীগ ও পরে ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন শ্রদ্ধা জানায়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান সর্বস্তরের সাধারন মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় সমাধিসৌধ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur