মর্তজা এরফান,স্টাফ রিপোর্টারঃ
শরীয়তপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সময় বিক্ষোভ মিছিলের সময় জেলা জামায়াতের সেক্রেটারিসহ চার নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়ক থেকে তাদের আটক করে পুলিশে দেয় জনগণ।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন শরীয়তপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মকবুল হোসেন, জামায়েত নেতা হাবিবুর রহমান ও আবু সিদ্দিক।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার বলেন, শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়কে জামায়াতের বেশকিছু নেতা বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের চার জনকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।