শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩৯

সিসি ক্যামেরার আওতায়  রুদ্রকর ইউনিয়ন

আগস্ট ৩১, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন গড়ার লক্ষ্যে বুরিরহাট বাজার ও সুবচনীর হাটসহ  বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা । পর্যায়ক্রমে আরও গুরুত্বপূর্ণ এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে।  সদর  উপজেলার পরিষদের সহযোগিতা ও রুদ্রকর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালীর প্রচেষ্টায় এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

সুবচনী বাজারের ব্যবসায়ী মোঃ শফিক ঢালী  জানান , সিসি ক্যামেরা স্থাপন একটি যুগন্তকারী পদক্ষেপ । এর দ্বারা অনেক ব্যবসায়ী উপকৃত হবে ।

 

ব্যবসায়ী  মো . কাসেম  জানান , বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সিসি ক্যামেরা বসানো একটি যুগন্তকারী পদক্ষেপ । এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হলেও চোর শনাক্ত করা সহজ হবে, চুরিও অনেক কমে যাবে ।

কাপড় ব্যবসায়ী মো . রনি  জানান , আমার দোকান সিসি ক্যামেরার আওতায় । সিসি ক্যামেরা দেখলে চুরি কম হয় । চুরি হলেও সিসি ক্যামেরা দেখে তা শনাক্ত করা সহজ হয় ।

এনামুল সিকদার জানান  , এলাকায় সিসি ক্যামেরা বসানোর ফলে বাসস্ট্যান্ড এরিয়াটি নিরাপত্তার আওতায় এসেছে । এছাড়া রুদ্রকর  ইউনিয়নের প্রবেশদ্বারে সিসি ক্যামেরা থাকায় মানুষের নিরাপত্তা বেড়েছে ।

রুদ্রকর ইউনিয়নের  ৫ নং ওয়ার্ড  মেম্বার  মোঃ কামাল কাজী  জানান , ইতোমধ্যে বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় ইউনিয়ন  থেকে বসানো হয়েছে । সিসি ক্যামেরা । পর্যায়ক্রমে বাজারের নিরাপত্তার জন্য আরও বাড়ানো হবে ।

৪ নং ওয়াডে মেম্বার এনামুল সিকদার জানান ২৮ আগস্ট সকাল ৯ টা ৩০ মিনিটে সুবচুনির হাট থেকে একটি ভেটারি চালিতো অটো চুরি হয়ে যাওয়ার পরে ফুটেজ দেখে চোরকে সনাক্ত করা হয় এবং যার অটো তাকে ফিরিয়ে দেওয়া হয়

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur