মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুর:
সাতক্ষীরা জেলায় পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবীর চেক গ্রাহকদের মধ্যে হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ মে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি হল রুমে এই চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকন বি এম শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, এস,এম খলিলুর রহমান দুলাল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রকল্প পরিচালক মোঃ সেলিম মিয়া, মোঃ সাইফুল ইসলাম রুবেল প্রমুখ। সভাপতিত্বে করেন মোঃ রবিউল ইসলাম।