হৃদয়ে শরীয়তপুর ডেক্স :
শরীয়তপুরে গত পাঁচ জানুয়ারি পঞ্চম ধাপের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর দুলুখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুরিয়ে দেওয়ার, সাংবাদিকদের উপর ককটেল হামলা ও দুটি মটর সাইকেল পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচী পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক অনল কুমার দে, আব্দুস ছামাদ তালুকদার, আবুল হোসেন সরদার, আবুল বাশার, খলিলুর রহমান শেখ, সত্যজিৎ ঘোষ, রোকোনুজ্জামান পারভেজ, নুরুল আমিন রবিন, মোহাম্মদ জামাল মল্লিক, বিএম ইস্রাফিল, কাজী মনির, এসএম স্বাধীন, নুরুজ্জাম শেখ, তানভীর মল্লিক প্রমুখ। উল্লেখ গত ৫ জানুয়ারী সাংবাদিকদের মোটরসাইকেল পুরানোর দায়ে ১৫ জনকে আসামী করে কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ইমন বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেন। মামলার ১০ নম্বর আসামী কবির চৌকিদারের গ্রেফতার করা হলেও মুল আসামীরা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে।