হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা তুলে ধরে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার লক্ষ্যে শরীয়তপুর-২ নির্বাচনী এলাকার সখিপুরের তারাবুনিয়া ইউনিয়নের গণসংযোগ আলোচনা সভা করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও শরীয়তপুর-২ নড়িয়া-সখিপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার খালের শওকত আলী। শুক্রবার ২ সেপ্টেম্বর দুপুরে মরহুম আফাজ উদ্দিন মোল্লার বাজার ও তারাবুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ শেষে দক্ষিণ তারাবুনিয়া মৌজা এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাক্তার খালেদ শওকত আলীর সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে আসার খবর শুনে এলাকার হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়, এতে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের গনসংযোগ ও আলোচনা সভা জনসমুদ্রে পরিণত হয়।
দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে ও জয়নাল প্রধানিয়ার সঞ্চালনায় জনসংযোগ ও আলোচনা সভা উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর চুন্নু, সখিপুর থানা আওয়ামী লীগের নেতা মতি মাষ্টার, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, নড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন মৃধা, জেলা যুবলীগ নেতা শাহিন খান জয়, ঘড়িসার ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অপু মৌলভী, রনি সরদার প্রমুখ।