হৃদয়ে শরীয়তপুর ডেক্স :
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন ডিএমখালী ইউনিয়নে একটি মাছভর্তি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চরপায়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ভয়ে হেলপার পালিয়ে যাওয়ায় এখনো নিহতের নাম জানা যায়নি। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুরে পাঠিয়েছে সখিপুর থানা পুলিশ।
পিকআপটি চট্টগ্রাম থেকে মাছ বোঝাই করে খুলনার দিকে যাচ্ছিল বলে জানা যায় ।
সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করি । ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।