সোমবার ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:৪৩

সখিপুরে ৬বছরের শিশুর লাশ উদ্ধার

এপ্রিল ৪, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স :

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে হাবিবুল্লাহ (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) ভোর ৪টার দিকে সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন এলাকার বাজারের টয়লেটের পাশ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত হাবিবুল্লাহ ওই এলাকার রাজ্জাক আলী মোল্লার ছেলে।

জানা যায়, বাবার সাথে মায়ের তালাক হওয়ার পর হাবিবুল্লাহ বেশির ভাগ সময় তার নানা বাড়িতেই থাকতো।

নিহত হাবিবুল্লাহর নানি শাহিদা বেগম জানান, আমার নাতির সাথে কারোর কোন শত্রুতা ছিলো না। গতকাল দুপুরে আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাহির হয়েছে। মনে করেছি নাতি তার মায়ের কাছে গিয়েছে। আজ দেখি আমার নাতির লাশ। কে বা কেন আমার নাতিকে মেরেছে আমার জানা নেই।

সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবার বা কেউ এখনো কোন মামলা করেনি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur