শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৫

সখিপুরে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

অক্টোবর ৩০, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর জেলার সখিপুর থানার চরফিলিজ বাজার থেকে ২৮ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদারীপুর র‌্যাব-৮। রবিবার ৩০ অক্টোবর বেলা সোয়া ১টায় সখিপুর থানার চরফিলিজ বাজারের পূর্ব পাশের্র ২নং গলির “মকবুল স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর কোম্পানী অধিনায়ক কে এম শাইখ আকতার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটক জাহাঙ্গীর আলম (৪৭) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সৈয়দপুর এলাকার বশির উদ্দিনের ছেলে।

এসময় আটককৃত আসামীর নিকট হতে ২৮ কেজি গাঁজা, মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ২টি সীমকার্ড  উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে  উদ্ধারকৃত গাঁজা এবং অন্যান্য আলামতসহ মাদক আইনে মামলা দিয়ে সখিপুর থানায় হস্তান্তর করেন র‌্যাব।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur