রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:০৩

সখিপুরে রুপ নগর দারুল উলুম ফোরকানিয়া নুরানি মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এপ্রিল ১৩, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর জেলা সখিপুর থানার আরশীনগর ইউনিয়নের রুপ নগর দারুল উলুম ফোরকানিয়া নুরানি মাদ্রাসা এবং লিল্লাহ বোডিং এর এতিম ছাত্র ছাত্রীদের সাথে জাতীয় বীর কর্নেল (অব:) শওকত আলী, জাতীয় নেতা আবদুর  রাজ্জাক এবং শরীয়তপুর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবেদুর রেজা খানের ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য শাহীন রেজা খান সহ এলাকা বাসীর জন্য

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২এপ্রিল রুপ নগর দারুল উলুম ফোরকানিয়া নুরানি মাদ্রাসা এবং লিল্লাহ বোডিংএর আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর)আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলী।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আলতাফ হোসেন ছৈয়াল, সখিপুর থানা আওয়ামীলীগের সাবেক উপদপ্তর সম্পাদক হাজী দাদন সরদার, সখিপুর থানা যুবলীগের  সাবেক যুগ্ন আহবায়ক মাঈনুদ্দিন লস্কর, সখিপুর থানা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সেকুল সরকার, সখিপুর থানা যুবলীগের  আহবায়ক কমিটির সাবেক সদস্য জিয়াউল হক উকিল, মুরাদ বেপারী, ফয়সাল মানিক, আহম্মদ মোল্লা,জসিম সদার, সাবেক ডি এম খালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মান্নান গাজী, সাবেক সেখ রাসেল সংসদের সভাপতি ইমন ছৈয়ালসহ সখিপুর – নড়িয়ার আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের  নেতৃবৃন্দ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur