মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৪

সখিপুরে রাতের অন্ধকারে বাড়ি ঘর ভাঙচুর, আতংকে প্রবাসী পরিবার

জুন ২৫, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের ৬নং ওয়াডে প্রবাসী  কাসেম উকিলের বাড়িতে দূরবৃত্তদকারীরা ইট পাটকেল মেরে বেড রুমের জানালার গ্লাস এবং রান্নাঘরে গ্লাস ভাঙচুর করেছে এবং বাড়ির সদর দরজায় লিফলেট লাগিয়ে বাড়ি ছাড়ার হুমকি প্রদান করে। গত ২৩জুন রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। প্রবাসী কাসেম উকিলের দোতালা বাড়িতে শুধু তার স্ত্রী গোলশানারা বেগম (৫০) এবং গুলশানারা বেগমের মা থাকেন।

ভয়ে আতংকে থাকা গুলশানারা বেগম জানায়, কিছুদিন পুর্বে তার প্রতিবেশী আব্দুল হক সদার (৫২) এবং তার ছোট দেবর আব্দুল হাসেম উকিলের সাথে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। তার সন্দে তারই রেশ ধরে এই ঘটনা গটিয়েছে। আমরা আব্দুল হাসেম উকিল এবং আব্দুল হক সরকারের সাথে যোগাযোগ করলে তারা বলে এই ব্যাপারে আমরা কিছু জানি না। ভিক্টিম গুলাশানার বেগম সখিপুর থানা পুলিশ কে ঘটনাটি জানিয়েছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ হাওলাদারের সাথে যোগাযোগ করেলে তিনি জানান, তদন্তের মাধ্যমে ব্যবস্থাগ্রহণ করবেন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur