শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:২১

সখিপুরে পিকেএসএফ’র সহযোগিতায়, নুসা’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সেপ্টেম্বর ১২, ২০২১            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স :

শরীয়তপুরের সখিপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (১২সেপ্টেম্বর) সকাল ১০ টায় সখিপুরে, নড়িয়া উন্নয়ন সমিতি নুসা ও পিকেএসএফ এর সহযোগীতায় ৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩৪ হাজার ৮ শত টাকা বৃত্তি বিতরণ করা হয়।
এই ৫ জন সহ নড়িয়া ও সখিপুরে এ পর্যন্ত এ বছর ১১৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নয় লাখ আটান্ন হাজার টাকা বৃত্তি বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নুসা’র কার্যকরী উপদেষ্টা ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলী।
নুসা ভাইস চেয়ারম্যান ডা.তানিনা খালেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নুসার যুগ্ম-পরিচালক জয়দেব চন্দ্র কুণ্ডু, উপ-পরিচালক জাহাঙ্গীর মাল, কবির হোসেন, শরীফুল ইসলাম, আমিনুল হক মিন্টু, অডিট চীফ ফারুক হোসেন, কামাল মৃধা প্রমুখ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur