হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
শরীয়তপুরের ভেদেরগঞ্জে উপজেলার সখিপুরে প্রভাবশালীদের ছত্রছায়ায় দক্ষিন তারাবুনিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে জয়বাংলা ঘাট থেকে চাদপুর যাওয়ার পদ্মার শাখা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন। বালু উত্তোলনের কারণে শুষ্ক মৌসুমেও নদীতে ভাঙন শুরু হয়েছে। ফলে নদীতীরবর্তী আবাদি জমিগুলো হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, সেকান্দর রাড়ি ও মোজাম্মেল নামে দুই ব্যক্তি উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের পদ্মা শাখা নদীতে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। উত্তোলন করা বালু তারা বিক্রি করছেন গ্রামের বিভিন্ন লোকের কাছে।
দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করায় শুষ্ক মৌসুমেও ভাঙন শুরু হয়েছে।
বালু ব্যবসায়ী সেকান্দর রাড়ি ও মোজাম্মেল বাগের সাথে যোগাযোগের বারবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করলে তিনি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এক সপ্তাহ পেরিয়ে গেল এখনো কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।