রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১২:৪৪

সখিপুরে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন

সেপ্টেম্বর ২৮, ২০২২            

হারুন অর রশিদ মালত,স্টাফ রিপোর্টারঃ

শরীয়তপুরের সখিপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সকিপুর বাজারের সরকার প্লাজায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা, খালেদ শওকত আলীর পক্ষে সখিপুর থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই জন্মদিন পালন করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামিলীগে সাবেক উপদপ্তর সম্পাদক হাজী দাদন সরদার, সখিপুর থানা যুবলীগের সাবেক যুগ্নআহবায়ক মাঈনুদ্দিন লস্কর, সাইফুল ইসলাম সেকুল সরকার, সখিপুর থানা যুবলীগের সাবেক সদস্য জিয়াউল হক উকিল, চরকুমারিয়া ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি দেলোয়ার মোল্লা, চরভাগা ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সসম্পাদক তৌহিদ সরকার, সখিপুর থানা যুবলীগ নেতা হারুন অর রশিদ মালত ,আহম্মদ মোল্লা, সফি সিকদার, ফয়সাল মোল্লা, রাকিব মিয়া।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সখিপুর থানার আওয়ামিলীগ যুবলীগ  ছাত্রলীগ, সেচ্চাসেবকলীগ,এর নেত্রী বৃন্দ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur