শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:০৮

সখিপুরে ছেলের সামনে স্ত্রীকে গলা টিপে হত্যা

ফেব্রুয়ারি ১৬, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে শাহানাজ বেগম (৩৫) নামের এক গৃহবধূকে ছেলের সামনে গলা টিপে হত্যা করা হয়েছে। নিহত শাহানাজ বেগম সখিপুর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মালেক মুন্সীর মেয়ে। অভিযোগ উঠেছে, মঙ্গলবার রাতে সখিপুর এলাকায় ওই গৃহবধূর স্বামী রুবেল হাসান শিশু পুত্রের সামনেই তার মাকে গলা টিপে হত্যা করেন। পুলিশ রাতেই হাবিবউল্লাহ ডিগ্রি কলেজের পাশে সরিষা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে।

সখিপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে , চাঁদপুর জেলা শহরের পুরান বাজার এলাকার রুবেল হাসানের সঙ্গে সখিপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের শাহানাজ বেগম ১১ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের পারিবারিক জীবন ভালোই কাটছিলো। সম্প্রতি রুবেল শাহানাজকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। এবিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। মঙ্গলবার সকালে রুবেল-শাহানাজ ও তাঁদের ছেলে সখিপুরের সরদারকান্দি গ্রামে বেড়াতে আসে। সন্ধ্যায় চাঁদপুরে ফিরে যাওয়ার সময় আবার তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তাদের ছেলে শিশু সোহানের (৯) সামনে রুবেল তার স্ত্রী শাহানাজের গলা টিপে ধরে। এতে শাহানাজ অচেতন হয়ে পরে। সোহানের চিৎকারে লোকজন ছুটে আসলে তার বাবা রুবেল হাসান পালিয়ে যায়। স্থানীয়রা ওই নারীর অচেতন দেহ দেখে বুঝতে পারেন তিনি মারা গেছেন। তখন সখিপুর থানায় খবর দেয়া হয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে শাহানাজের লাশ উদ্ধার করে।

নিহত শাহানাজের ছেলে সোহান জানায়, আমার সামনেই বাবা-মাকে মেরে চলে যান। আমরা নানা বাড়ি বেড়াতে এসেছিলাম। সন্ধ্যায় বাড়ি ফিরে যাওয়ার সময় বাবা আমার মাকে মারধর করে গলা চেপে ধরে। আমি ডাকলেও মা সারা দেয়না।

সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, প্রাথমিক ভাবে জানাগেছে তার স্বামী তাকে গলা টিপে হত্যা করেছে।
ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে বলা যাবে ওই নারীর সঙ্গে কি হয়েছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur