হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টঃ
শরীয়তপুরের সখিপুরে মোটরসাইকেল চুরির দায়ে গোসাইহাট উপজেলার খলিলুর রহমান নামে এক ইউপি সদস্যকে মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।রবিবার ৯জুলাই রাতে গোসরিহাট উপজেলার কুচাইপুর ইউনিয়নের চরমাই যারা থেকে মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়।
মামলা ও সখিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন ডিএমখালি ইউনিয়নে ৬জুলাই কাশিমপুর গ্রাম থেকে রাতে বেন্ডার হাবিবের বসত বাড়ির গ্যারেজ থেকে দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর। সেই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন গাড়ির মালিরা। এরপরে চোরাই মোটরসাইকেল এর অনুসন্ধানে নামে পুলিশ এবং ৯জুলাই একটি পালসার মোটরসাইকেল সহ খলিলুর রহমান মালত (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে সখিপুর থানা পুলিশ।
খলিলুর রহমান মালত (৪৮) জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের চরমাইজারা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে, তিনি কুচাইপট্রি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ।
এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান হাওলাদার গণমাধ্যমকে জানান কিছুদিন আগে ডিএমখালি ইউনিয়ন থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। সেই অভিযোগের ভিক্তিতে অনুসন্ধানে নেমে আমরা চোর চক্রের একজনকে একটি চোরাই পালসার মোটরসাইকেলসহ তাকে আটক করতে সক্ষম হয় সখিপুর থানা পুলিশ, পালসার মোটরসাইকেল নাম্বার মাদরীপুর – ল ১১-৭৫ ৯০ এবং জিজ্ঞাসাবাদে সে স্বীকারও করেছেন, তার বিরুদ্ধে চুরি মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এধরণের অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে।