হৃদয়ে শরীয়তপুর ডেক্স :
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় অবৈধভাবে ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি খনন করে মৎস্য খামার তৈরি করার সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সখিপুরের দক্ষিণ তারাবুনিয়ার মাল বাজারের ব্রীজের ঢালে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই সাংবাদিক হলেন চ্যানেল এস ও দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুল। আহত সাংবাদিককে ভেদরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
আহত সাংবাদিক খোরশেদ আলম বাবুল বলেন, পেশাগত দায়িত্ব পালনে দক্ষিণ তারাবুনিয়ায় যাই। সেখানে ওই ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল মাল জোর করে কৃষি ও বসতি জমিতে মৎস্য খামার করতেছে। সেই মৎস্য খামারের ভিডিও ধারণ করায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও তার ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মিন্টু মালসহ ১৫/২০ জন স্থানীয় সন্ত্রাসী আমার উপর হামলা চালায়। পরে সহকর্মীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমি এই হামলার বিচার চাই।
শরীয়তপুর প্রিন্ট ও অনলাইন মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামাল মল্লিক বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক খোরশেদ আলম বাবুলের ওপর হামলা চালানো হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। হামলার বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।