শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১২

সখিপুরে এক রাতে ৭ বাড়িতে চুরি

অক্টোবর ৩০, ২০২২            

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টারঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক রাতে সাত বাড়িতে সিঁধ কেটে মোবাইল ফোন, নগদ টাকা ও অলংকার চুরির অভিযোগ উঠেছে। শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে একই গ্রামের সাতটি বাড়িতে সিঁধ কেটে মোবাইল, নগদ টাকা ও অলংকার চুরি হয়। ভুক্তভোগীরা হলেন, হযরত আলী ব্যাপারী, মো. আলী ব্যাপারী, হারুন ছৈয়াল, আবুল ব্যাপারী, কালিমুদ্দিন দেওয়ান, আহসানউল্লাহ মাতবর ও নাজমা বেগম।

ভুক্তভোগী কালিমুদ্দিন দেওয়ান বলেন, গত রাত সাড়ে ১২টায় ঘুমাতে যাই। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙে। বের হয়ে দেখি ঘরে সিঁধ কাটা। পরে ঘরে গিয়ে মোবাইল ফোন আর অটো কেনার জন্য রাখা ২০ হাজার টাকা খুঁজে পাইনি। সকালে অটো কিনতে যাওয়ার কথা ছিল। তা আর হলো না। মোবাইলের বিষয়ে থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার বলেন, আমাকে কেউ জানায়নি, তবে আমি খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur