শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:২৪

সখিপুরে এক রাতে ৭ বাড়িতে চুরি,  মালামালসহ চোর আটক

ডিসেম্বর ১৫, ২০২২            

হৃদয়ে শরীয়তপুরঃ

শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নে এক রাতে ৭ বাড়িতে চুরির ঘটনার মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার উত্তর সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে সখিপুর থানার এসআই নাজমুল হোসেন তাকে আটক করে। আটক মো. নাজমুল বেপারী (২৫) শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের বাসিন্দা মো. খোকন বেপারীর ছেলে। এছাড়া চুরি যাওয়া মোবাইল, নগদ টাকাসহ চরভাগা ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর আলম বেপারী (৩০) নামে অন্য এক ব্যাক্তিকে আটক করা হয়।

এর আগে গত ৩০ অক্টোবর চরভাগা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে একরাতে ৭ বাড়িতে চুরি হয়।

সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চুরির সাথে সংশ্লিষ্ট দুই জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur