হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
ভেদেরগঞ্জ উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার ১১জুলাই বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সফিপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন আরমান হোসেম বেপারি(৩৩)পিতা: হোসেন বেপারি, সাং আরব আলি বেপারি কান্দি, থানা সখিপুর, রুবেল দেওয়ান(৪০)পিতা: মৃত আ: রাজ্জাক দেওয়ান সাং ছৈয়াল কান্দি, থানা সখিপুর, বেলাল উদ্দিন দেওয়ান পিতা আব্দুর রব দেওয়ান সাং ছৈয়াল কান্দি থানা সখিপুর।
আটককৃতদের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫১৯ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও ১ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে ১টি মোবাইল কোর্টে ১ জনকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ২ টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান ভেজালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।