সাগর জাজিরা উপজেলা প্রতিনিধিঃ
শরীয়তপুর পালং থানার শোল পাড়া ইউনিয়নের গ্রাম চিকন্দি টিকাটুলি মোড় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুই শিশু সহ ৭জন গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরন করেন।
সেমবার সদর উপজেলার গঙ্গানগর-চিকন্দি সড়কে দুপুর দের টায় এ ঘটনা ঘটে।
স্থানী বাসিন্দা মোঃ ইলিয়াস হোসেন জানান, বাড়ি থেকে রাস্তায় বিকট শব্দ শুনতে পাই। দৌড়াইয়া রাস্তায় এসে দেখি সিএনজি রাস্তার পাশের গাছের সাথে চাপ লাইগা আছে। পরে আমার ভাইকে ডেকে তাদের উদ্ধার করি। ছোট্ট দুইটা শিশুর অবস্থা অনেক খারাপ ছিলো। নিশ্বাস ই ছিলো না, বাড়িতে নিয়ে বুকে চাপ দেই, এতে সে স্বাভাবিক হয় ।বাকি প্যাসেঞ্জার সহ তাদের সবাই কে এম্বুলেন্স ডেকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরন করি।
আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে প্রাধমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ।