মোঃ সাহেদ আহমেদ,গোসাইরহাট:
গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগানকে সামনে রেখে শরীয়তপুর ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি নির্দেশে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে, সরকারি শামসুর রহমান কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার ১১ জুন গোসাইরহাট সরকারি শামসুল রহমান কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এই বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক মোল্লা, গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান রুবেল, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান( রাজু বেপারী), সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সভাপতি হেলাল হাওলাদার, সহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সরকারি শামসুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান (রাজু বেপারী) বলেন, আজ ১১ জুন আমাদের প্রানপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস। ২০০৮ সালের আজকের এই দিনে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর জাতীয় এবং আর্ন্তজাতিক যড়ষন্ত্র ব্যর্থ করে মুক্ত হয়ে এসেছিলেন গণমানুষের প্রাণের নেত্রী, মানবতার মা,গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। মহান আল্লাহর নিকট প্রিয় নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।