সোমবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪০

শিশু নিবির হত্যাকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আগস্ট ২, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুরের শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী হৃদয় খান নিবিড়কে অপহরনের পর শাসরোধ করে হত্যার ঘটনায় হত্যাকারী ও পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে  শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার ২আগস্ট সকাল ১০টায় পাঠক বাজার সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধন কর্মসূচীতে শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক বাদল কৃষ্ণ পাল, নিহত শিশু নিবিরের মা নিপা আকতার, দাদা মমিন খানসহ শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক মন্ডলী ও ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতাধিক অভিভাবকগন অংশ নেয়।

এ সময় মানববন্ধনকারীরা শিশু নিবিড়কে হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারীদের ফাঁসি দাবী করে বিভিন্ন শ্লোগান দেয়। মানববন্ধন শেষে তাঁরা শরীয়তপুর জেলা প্রশাসক ও শরীয়তপুর পুলিশ সুপার নিকট একটি স্বরকলিপি প্রদান করেন। উল্লেখ্য গত ৩১ জুলাই সোমবার বিকেল অনুমান সাড়ে ৫টায় সদর উপজেলার ডোমসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের মালয়েশিয়া প্রবাসি মনির হোসেন খানের ছেলে শরীয়তপুর শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের ৫ম শ্রেণীতে পড়ুয়া ছাত্র হৃদয় খান নিবিড় (১১) কে নিজ বাড়ির পাশে রাস্তা থেকে অপহরন করে নিয়ে গলাটিপে ও মাথায় আঘাত করে হত্যা করে মাটি চাপা দেয়। এরপর শিশু নিবিরের মাকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পুলিশ এ ঘটনায় মূল হত্যাকারী ঐ বাড়ির ভাড়াটিয়া সিয়াম সহ ৪ জনকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেছে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur