হৃদয়ে শরীয়তপুর ডেক্স:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারসের সমর্থকদের হামলায় মোটরসাইকেল প্রতীকের ৪জন সমর্থক আহত হয়েছে। মঙ্গলবার ১৪ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় শিধলকুড়া ইউনিয়নের আদাশন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন শাহাজালাল দর্জি, ফরহাদ হাওলাদার, ফারুক হাওলাদার, সোহেল খান।
জানা যায়, ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত মঙ্গলবার সন্ধ্যায় শাহাজালাল দর্জি, ফরহাদ হাওলাদার, ফারুক হাওলাদার ও সোহেল খান ২ নং ওয়ার্ডে আদাশন এলাকায় চেয়ারম্যান প্রার্থী খবিরউদ্দিন সজল মাদবরের মোটরসাইকেল প্রতিকে ভোট চাইতে গেলে চেয়ারম্যান প্রার্থী শেখ মাসুদুল ইসলাম বাবুলের আনারসের সমর্থক শহীদ শেখ, লিয়াকৎ খান দাদন, নূর হোসেন বাবর সাবেক মেম্বার, বাবু খান ও রবিনর নেতৃত্বে তাদের উপর দুই দফায় হামলা করে। হামলায় মোটরসাইকেলের ৪ জন সমর্থক আহত হয়। হামলায় খবর পেয়ে ডামুড্যা থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ডামুড্যা হাসপাতালে প্রেরন করেন। আহতদের মধ্যে শাহজালাল দর্জির অবস্থা আশংকা জনক হওয়া উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শিধলকুড়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী খবিরউদ্দিন সজল মাদবর বলেন, মঙ্গলবার ১৪ ডিসেম্বর সন্ধ্যার পরে আমার সমর্থকরা ২ নং ওয়ার্ডের আদাশন এলাকায় ভোট চাইতে গেলে আমার প্রতিপক্ষ আনারসের সমর্থকরা লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হঠাৎ করে আক্রমণ করে। হামলায় শাহাজালাল দর্জি, ফরহাদ হাওলাদার, ফারুক হাওলাদার, সোহেল খান আহত হয়েছে।
হামলার বিষয়ে জানতে আনারসের চেয়ারম্যান প্রার্থী শেখ মাসুদুল ইসলাম বাবুলকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেন নাই।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, শিধলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেলের সমর্থকদের উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতিচলছে। এখনো কাউকে আটক করা যায়নি।