হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়ন সম্প্রীতি কমিটির আয়োজনে দুর্নীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক, বাল্যবিবাহ বিরোধী ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সোনার বাংলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি বার (১৫- সেপটেম্বার) সকাল দশ টায় ডামুড্যার শিধলকুড়া বাজার সংলগ্ন জামে মসজিদ মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ সংসদীয় আসনের সাংসদ নাহিম রাজ্জাক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এবং এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান , ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুর রহমান বাবলু সিকদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবদুর রশিদ গোলন্দাজ, খাদিজা খানম লাভলী।
উক্ত সোনার বাংলা সমাবেশের সভাপতিত্ব করেন, ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিধলকুড়া সম্প্রীতি কমিটির সভাপতি শেখ মোঃ মাসুদুল ইসলাম বাবুল এবং সমাবেশের সঞ্চালনা ছিলেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার।
প্রধান বক্তার বক্তব্যে শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, দেশে দুর্ণীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক সহ নানাবিধ অপরাধ নির্মূল এবং সামাজিক-সম্প্রীতি রক্ষায় শরীয়তপুর জেলার প্রত্যেকটি ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ শিধলকুড়া ইউনিয়নে “সোনার বাংলা সমাবেশের” অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক পারভেজ হাসান দর্শকদের মাঝে অত্যান্ত সাবলীল ভাষায় “সোনার বাংলা সমাবেশের” লক্ষ্য এবং উদ্দেশ্য তুলে ধরেন। তারই প্রেক্ষিতে শিধলকুড়া ইউনিয়নের সাধারণ জনগন, ইমাম, পুরোহিত, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, নারী নেত্রী এবং রাজনৈতিক ব্যাক্তিরা।
প্রধান অতিথি নাহিম রাজ্জাক এমপি এমন একটি ব্যতিক্রমধর্মী সমাবেশের আয়োজন করায় জেলা প্রশাসক পারভেজ হাসানকে ধন্যবাদ জানান।