শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:২৬

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জাজিরায় মানববন্ধন

জুলাই ৩, ২০২২            

শাওন বেপারী,জাজিরা প্রতিনিধি:

সাভারের হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারের নির্মম হত্যাকাণ্ড ও নড়াইল মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন বিশ্বাসকে গলায় জুতার মালা পড়িয়ে লাঞ্চিত করাসহ সারাদেশে শিক্ষকদের নির্যাতনের প্রতিবাদে জাজিরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩জুলাই বেলা ১১ টার জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় জনগন মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা বক্তব্যে বলেন, সারাদেশে যেভাবে শিক্ষকদেরকে নির্যাতন করা হচ্ছে এমনকি হত্যা করা হচ্ছে। তাতে করে আমরা প্রতিনিয়ত শঙ্কায় থাকি কখন আমাদের উপর হামলা হয় বা আমরা হত্যার স্বীকার হই। তাই অবিলম্বে উল্লিখিত ঘটনায় জড়িতদের স্বাস্তির আওতায় আনতে হবে।

 

যাতে করে আমরা আমাদের সম্মান নিয়ে শিক্ষকতার মত মহান পেশায় সুন্দর ও স্বাধীনভাবে নিজেদের নিয়োজিত করে শিক্ষার্থীদের শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যেতে পারি এবং ভবিষ্যতে কেউ যাতে শিক্ষককে লাঞ্চিত করার মত এহেন অপকর্মে নিজেদের লিপ্ত করার সাহস না পায়।

মানববন্ধন শেষে একটি র‍্যালি নিয়ে কলেজ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। যেখানে শিক্ষক হেনস্থায় জড়িতদের শাস্তি দাবীর পাশাপাশি শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানানো হয়।

এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল জানান, আমরা চাই শিক্ষকরা নিরবিচ্ছিন্নভাবে তাদের শিক্ষাদান কার্যক্রম চালিয়ে চাক। কিন্তু ইতিমধ্যেই সারাদেশে শিক্ষক হেনস্থার মত ঘটনা আমাদের মনে উদ্বেগের জন্ম দিয়েছে। আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur