গোসাইরহাট প্রতিনিধিঃ
শরীয়তপুর গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে। কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই জন্মদিন পালন করা হয়।
বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ইং সকাল ১১টায় শামসুর রহমান কলেজ শাখার ছাত্রলীগের সার্বিক ব্যবস্থাপনায় নানা আয়োজনে,পবিত্র কুরআন তেলাওয়াত মিলাদ মাহফিল ও মোনাজাত শেষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এর আগে কলেজে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি আনন্দ র্যালি বের করা হয় র্যালিটি কলেজ গেট থেকে প্রধান সড়ক হয়ে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, অত্র কলেজের শিক্ষক মোশারফ হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু বেপরী, সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ সহ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।