মোহাম্মদ জামাল মল্লিক:
দ্বিতীয় বারের মতো শহীদ এ্যাড.হাবিবুর রহমান ও মনির মুন্সী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শরীয়তপুরে স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার ১ নভেম্বর শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে বাগেরহাটের দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালনায় এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এবিষয়ে শহীদ এ্যাড.হাবিবুর রহমান ও মনির মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড.পারভেজ রহমান জন বলেন, সারা বাংলাদেশে অনেক গরীব অসহায় মানুষ আছে যাদের চোখে সমস্যা। যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না,তাদের কথা চিন্তা করে শহীদ এ্যাড. হাবিবুর রহমান ও মনির মুন্সি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালনায় দ্বিতীয় বারের মতো আমাদের শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়াম রুমে একটি স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা শিবির কার্যক্রম পরিচালনা করা হয়েছে । মাত্র ২০ টাকায় তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এছাড়াও কম খরচে তাদের চোখের ছানি ও নানা ধরনের অপারেশন করা হবে। আগামীতেও শহীদ এ্যাড.হাবিবুর রহমান ও মনির মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের পাশে থেকে জনসেবা কাজ অব্যাহত থাকবে।