শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:২৭

শহীদ এ্যাড. হাবিবুর রহমান ও মনির মুন্সী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নভেম্বর ২৭, ২০২১            

মোহাম্মদ জামাল মল্লিক :

শরীয়তপুরে শহীদ এ্যাড. হাবিবুর রহমান ও মনির মুন্সী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা রাতে শহীদ এ্যাড. হাবীবুর রহমান ও মনির মুন্সী ফাউন্ডেশনের আয়োজনে শরীয়তপুর জেলা শহরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে আনাখন্দ স্পোর্টিং ক্লাব (নড়িয়া)কে পরাজিত করে জরিনা মার্টিন (ভোজেশ্বর) ৩-০ গোলে বিজয়ী হয়।

শহীদ এ্যাড. হাবিবুর রহমান ও মনির মুন্সী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। শহীদ এ্যাড.হাবীবুর রহমান ও মনির মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, শহীদ এ্যাড. হাবিবুর রহমান ও মনির মুন্সী ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন মুন্সি, ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ মতিউর রহমান মামুন প্রমুখ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur