শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩১

শরীয়তপুর ৫১জন মেধাবী সন্তানকে”আমিই বাংলাদেশ” শীর্ষক সম্মাননা প্রদান

ডিসেম্বর ২২, ২০২১            

মোহাম্মদ জামাল মল্লিক:

শরীয়তপুরে মেধাবী সন্তানদেরকে “আমিই বাংলাদেশ” শীর্ষক সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার ২২ ডিসেম্বর সকাল ১০ টায় দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান (মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়)-এ অধ্যয়নরত শরীয়তপুর জেলার ৫১ (একান্ন) জন মেধাবী সন্তানকে শরীয়তপুর জেলাপ্রশাসন এই সম্মাননা প্রদান করেন।

সোনার বাংলা গড়ার স্বপ্নের বীজ ভবিষ্যতের কাণ্ডারীদের মধ্যে রপন করাই এই সম্মাননার উদ্দেশ্য। যাতে করে আজকের শিক্ষার্থীরা সুনাগরিক ও মানব সেবক হিসেবে তাঁদের পদচিহ্ন রেখে যেতে পারে উন্নত বাংলাদেশ বিনির্মানে।

চতুর্থ বারের মত জেলাপ্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ আম্রকাননে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ফুলেল শুভেচ্ছাসহ জেলাপ্রশাসকের স্বাক্ষরিত আধা-সরকারি পত্র, উত্তরীয় এবং আর্থিক শুভেচ্ছা উপহার তুলে দেন জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড.পারভেজ রহমান জন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই প্রমুখ।


উল্লেখ্য , জেলাপ্রশাসকের ৩ বছর মেয়াদী (২০২১-২০২৩) অগ্রাধিকার ভিত্তিক কর্ম-পরিকল্পনার অংশ হিসেবে এ কার্যক্রম গৃহীত হয়েছে এবং ভবিষ্যতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সন্তানদের প্রণোদনা প্রদানের এ কার্যধারা অব্যাহত থাকবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur