বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:০৫

শরীয়তপুর-১ আসনের এমপি সড়ক দুর্ঘটনার শিকার

অক্টোবর ২৮, ২০২২            

ফরহাদ ঢালী,স্টাফ রিপোর্টারঃ

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপু নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১০টার  দিকে পদ্মা সেতু এলাকায় সংসদ সদস্যকে বহনকারি গাড়ির সাথে একটি পন্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে গাড়িটির  কিছুটা ক্ষতি হলেও ইকবাল হোসেন অপু  এবং গাড়িতে থাকা তার সফরসঙ্গী সবাই অক্ষত আছে।

সংসদ সদস্যের একমাত্র ছেলে দানিব বিন ইকবাল আদর বলেন, বাবা রাতে শরীয়তপুর থেকে ঢাকা ফেরার পথে বাবার গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি হাতে সামান্য আহত হন। আল্লাহর রহমতে তিনি ভালো আছেন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur