মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:০৭

শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে সিটিস্ক্যান সেবা শুরু

সেপ্টেম্বর ২, ২০২২            

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুরঃ

সাধারণ মানুষের জন্য স্বল্প খরচে উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে চালু করা হলো অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন। স্বল্প খরচে জনগনের সুচিকিৎসা নিশ্চিত করতেই শুক্রবার  সকাল থেকে জাপানি এ সিটি স্ক্যান সেবা চালু করা হয়।

শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান ডা.খালেদ শওকত আলী বলেন, জেলা পর্যায়ে বেসরকারি ভাবে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন চালু করা হলো। এই সিটি স্ক্যান মেশিনের সাহায্যে এখন থেকে নিখুঁতভাবে সকল প্রকার রোগ নির্ণয়ের মাধ্যমে শরীয়তপুর জেলা ১০ লাখ মানুষের উন্নত চিকিৎসা সেবা পাওয়ার এক যুগান্তকারী সুযোগ সৃষ্টি হলো।

আধুনিক এ মেশিনটি সঠিকভাবে পরিচালনার মাধ্যমে জেলার মানুষ ঢাকা থেকে কম খরচে পরীক্ষা করাতে পারবেন ইনশাআল্লাহ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur